ভারত এবং ফ্রান্স মিলে বানাতে চলেছে যুদ্ধ বিমানের ইঞ্জিন...
ভারত জেট ইঞ্জিনের জন্য আর থাকবেনা আমেরিকার উপর নির্ভরশীল ফ্রান্সের Safran এর সাথে মিলে ভারতে তৈরি হবে উচ্চ প্রযুক্তির ইঞ্জিন
বর্তমানে ভারতের দেশীয় সব যুদ্ধ বিমানে ব্যবহার হচ্ছে আমেরিকান জেনারেল ইলেকট্রিক্সের ইঞ্জিন যা পরে কোনও কারণে আমেরিকা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে যা ভারতের দেশীয় যুদ্ধ বিমান তৈরির স্বপ্ন কে বাস্তবায়ন হতে দেবে না। অতীতে আমেরিকা এটা Israel এর সাথেও করেছে। ভারতের. স্বদেশী যুদ্ধ বিমান সব গুলো আমেরিকান ইঞ্জিন ব্যবহার করছে বা করবে। ভারতের তেজাস, AMCA যথাক্রমে GE F404 এবং GE F414 ব্যবহার করছে বা করবে। তাই ভারত এবার ভুরাজনৈতিক বিষয়ে স্থির চিন্তা রাখে এমন দেশের সাথে মিলে ইঞ্জিন বানাতে চায়। গত 22 আগস্ট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ঘোষণা করেছেন।
কী কী বৈশিষ্ট্য থাকছে এই ইঞ্জিন এ?
120 কিলোনিউটন শক্তি উৎপাদনে সক্ষম হবে এই ইঞ্জিন এবং এছাড়াও power to Weight Ratio হবে 11.5 এর বেশি অর্থাৎ after burner ব্যবহার না করেও super cruise অর্থাৎ শব্দের থেকে বেশি দ্রুত যেতে পারবে এই ইঞ্জিন ব্যবহার করে, সীমিত জ্বালানি খরচ করে।
এই ইঞ্জিন উৎপাদন শুরু হলে বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তির ইঞ্জিন হবে।