Train Cancellation in Malda: রেল বিভ্রাট! মালদা টাউনে ইয়ার্ড সংস্কার, একসঙ্গে বাতিল ৪৮ ট্রেন, দেরি-ঘুরপথে একাধিক এক্সপ্রেস...

user 28-Aug-2025 রাজ্য


রেল সূত্রে খবর, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত মালদা টাউনে চলবে প্রি-নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ। সেই সময়েই এই বিশাল পরিবর্তন কার্যকর হবে।

এবার বলি কোন কোন ট্রেন বাতিল!

শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস

কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস

শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস

শিয়ালদহ–সাহারসা হাটে বাজার এক্সপ্রেস

হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস

নিউ জলপাইগুড়ি–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
এছাড়া মোট ৪৮টি ট্রেন বাতিল থাকবে নির্দিষ্ট দিনে।

দিল্লি থেকে কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, কামাখ্যা থেকে গয়া এক্সপ্রেস, কন্যাকুমারী থেকে ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট, তাম্বারাম থেকে শিলঘাট নাগাঁও এক্সপ্রেস-  এগুলি কাটিহার, ভাগলপুর বা জামালপুর হয়ে চলবে।

পুরী–কামাখ্যা এক্সপ্রেস, শিয়ালদহ–সবরুম কান্চনজঙ্ঘা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস সহ একাধিক ট্রেন ১ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের দুঃখিত হলেও, মালদা টাউন স্টেশনের আধুনিকীকরণ সম্পূর্ণ হলে ভবিষ্যতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ও দ্রুত ট্রেন চলাচল সম্ভব হবে।

Related Post

জনপ্রিয় পোস্ট