বাজেয়াপ্ত হয়েছে একটি মোটরবাইক, যেটিতে চেপে এসে দুষ্কৃতীরা অমর রায়ের উপর গুলি চালায় বলে দাবি তদন্তকারীদের।এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
তল্লাশিতে উদ্ধার হয়েছে নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি।
এখন পর্যন্ত খুনের ঘটনায় দুটি পিস্তল উদ্ধার হয়েছে।
এখনও পর্যন্ত পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ধৃতদের জেরা করে জানা গিয়েছে, আরও কয়েকজন এই হত্যাকাণ্ডে জড়িত। তাদের খোঁজে চলছে তল্লাশি।কী ঘটেছিল সেই রাতে?
৯ অগাস্ট মাংস কিনতে গিয়েছিলেন অমর রায়, হঠাৎই দুষ্কৃতীদের হামলায় গুলি চলে।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছিলেন।
অমর রায়ের মা কুন্তলা রায় বর্তমানে ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনার পর তিনি প্রথমে সিবিআই তদন্তের দাবি তুললেও পরে সেই দাবি থেকে সরে এসে সিআইডি তদন্ত চান। বর্তমানে স্থানীয় পুলিসই ঘটনার তদন্ত চালাচ্ছে।