প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে হাসপাতালের ছাদে একটি ড্রোন আছড়ে পড়ে। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইজরায়েলি বাহিনী। উদ্ধারকাজের মাঝেই ফের বিস্ফোরণ হওয়ায় আরও প্রাণহানি ঘটে। আহত হয়েছেন অন্তত ১২ জন।অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় ২০০-র বেশি সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহল একে মানবাধিকার লঙ্ঘন বললেও, ইজরায়েলি সেনা ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজকের হামলা নিয়েও নীরব।