কানপুরে মালগাড়ি লাইনচ্যুত! পঙ্কি স্টেশনে থমকে গেল আপ-ডাউন লাইনের ট্রেন চলাচল

user 27-Aug-2025 রাজ্য

ফরাক্কা ব্যারাজে ট্রেন থমকে গেল! ওভারহেড তার ছিঁড়ে আতঙ্ক, ঘণ্টাখানেক ভোগান্তি যাত্রীদের...


রবিবার সকালে চরম ভোগান্তির শিকার হলেন বহু যাত্রী। মালদা থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জগামী একটি প্যাসেঞ্জার ট্রেন হঠাৎ করেই দাঁড়িয়ে যায় ফরাক্কা ব্যারাজের উপরে। কারণ—ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে পড়া। কয়েক ঘণ্টা ধরে ট্রেন আটকে থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

সকাল প্রায় ৮টা নাগাদ ট্রেনটি হঠাৎই ব্যারাজের উপর থেমে যায়।

যাত্রীরা দীর্ঘক্ষণ ট্রেন না চলায় আতঙ্কিত হয়ে পড়েন।

কয়েকজন যাত্রীকে লাইন ধরে নেমে হাঁটতে দেখা যায়।

সাময়িকভাবে পুরো লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের পদস্থ কর্তারা ও আরপিএফ আধিকারিকরা।

দ্রুত ছিঁড়ে পড়া তার সরানোর কাজ শুরু হয়।

মেরামতির পর ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

কয়েক ঘণ্টার ভোগান্তির পর যাত্রীরা স্বস্তির নিশ্বাস ফেলেন।


যদিও ঘটনার পর রেলের রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন—
“এমন গুরুত্বপূর্ণ ব্যারাজের উপর ট্রেন থেমে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রেলের উচিত অবিলম্বে অবকাঠামো মেরামতি জোরদার করা।”

তবে কীভাবে হঠাৎ ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ।

Related Post

জনপ্রিয় পোস্ট