Bombay High Court: বউয়ের রান্না-সাজ নিয়ে তুচ্ছ কটাক্ষে ৪৯৮এ? বম্বে হাইকোর্ট বলল, ছোটখাটো ঝগড়া নিজেদের মিটিয়ে নিন!

user 10-Aug-2025 দেশ

বোম্বে হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট করা হয়েছে, স্ত্রীর রান্না বা সাজ-গোছ নিয়ে কটাক্ষ, যদি তা শুধুমাত্র সামান্য তুচ্ছ ঝগড়া হয় এবং এর পেছনে শারীরিক বা গুরুতর মানসিক নির্যাতনের উদ্দেশ্য না থাকে, তাহলে আইপিসি ৪৯৮এ ধারার আওতায় ‘নিষ্ঠুরতা’ হিসেবে গণ্য হবে না।

বিচারপতি এস.ভি. কোটওয়ালের একক বেঞ্চের এই রায়ে জানা গেছে, একজন মহিলা স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে, স্বামী তাঁর রান্না ভালো না করা এবং পোশাক নিয়ে কটাক্ষ করতেন। কিন্তু আদালত জানিয়েছে, দৈনন্দিন পারিবারিক জীবনে এমন ছোটখাটো কথা-কাটাকাটি স্বাভাবিক এবং এর ভিত্তিতে ফৌজদারি মামলা দায়ের করা উচিত নয়।

আদালতের মত, আইপিসি ৪৯৮এ ধারাটি মূলত এমন গম্ভীর মানসিক ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের সুরক্ষার জন্য প্রণীত। তাই পারিবারিক জীবনের সামান্য অভিমতভেদ বা তুচ্ছ ঝগড়াকে এই ধারায় অপরাধ হিসেবে দেখা ঠিক হবে না।

এই রায়ে আদালত ওই মহিলার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেন এবং মামলা বাতিল করেন। বিচারপতি বলেন, “ছোটখাটো পারিবারিক বিবাদ নিজেদের মধ্যে মেটানো উচিত, আইনের মাধ্যমে তা বাড়ানো যায় না।”

এই রায় সমাজে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটি সুস্থ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ঝগড়া-ঝাঁপাটাকে অপরাধ হিসেবে না দেখে পারিবারিক সম্প্রীতি রক্ষার উপর জোর দেওয়া হয়েছে।

Related Post

জনপ্রিয় পোস্ট