Durand Cup: ডুরান্ডে মহাডার্বি নিশ্চিত! ১৭ অগস্ট যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল...

user 13-Aug-2025 খেলা

ডুরান্ড কাপে সমর্থকদের অপেক্ষার অবসান। গ্রুপ লিগ শেষে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কলকাতার দুই প্রধান—মোহনবাগান ও ইস্টবেঙ্গল। 

জল্পনা ছিল, কোয়ার্টার ফাইনালেই কি হবে মহাডার্বি? শেষপর্যন্ত সেই জল্পনাকেই সত্যি করল ডুরান্ড কমিটি।

১৭ অগস্ট, রবিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সবুজ-মেরুন ও লাল-হলুদ। এর ফলে শেষ আটের লড়াইয়েই বিদায় নিতে হবে কলকাতার এক প্রধানকে।

সূচি অনুযায়ী, প্রথম কোয়ার্টার ফাইনাল হবে ১৬ অগস্ট শিলংয়ে—শিলং লাজং বনাম ইন্ডিয়ান নেভি। একই দিনে কোকরাঝাড়ে খেলবে নর্থইস্ট ইউনাইটেড ও বড়োল্যান্ড। ১৭ অগস্ট দুপুরে জামশেদপুরে জামশেদপুর এফসি-ডায়মন্ড হারবার এফসি ম্যাচের পর সন্ধ্যায় হবে বহুল প্রতীক্ষিত মহাডার্বি।

Related Post

জনপ্রিয় পোস্ট