Pujara retirement news: ‘সব ভালোই একদিন শেষ হয়’—২২ গজকে বিদায় জানালেন চেতেশ্বর পূজারা, ভক্তদের চোখে জল...

user 27-Aug-2025 খেলা


পূজারা লিখেছেন—
“ভারতের জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সংগীত গেয়ে মাঠে নামা—এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ আছে। আমি ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।”

সঙ্গে যোগ করেন, “পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা বিসিসিআই ও সৌরাষ্ট্র ক্রিকেট বোর্ডের প্রতি।”


আন্তর্জাতিক টেস্ট ম্যাচ: ১০৩

মোট রান: ৭,১৯৫

সেঞ্চুরি: ১৯

হাফসেঞ্চুরি: ৩৫

অভিষেক: ২০১০ সালে, বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

শেষ ম্যাচ: ২০২৩ সালের জুন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বনাম অস্ট্রেলিয়া


রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের তিন নম্বর ব্যাটিং পজিশনের ভরসা হয়ে উঠেছিলেন পূজারা। দীর্ঘ সময় ধরে টেস্টে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছেন নিজের ধৈর্যশীল ব্যাটিং দিয়ে। তবে গত আড়াই বছর ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় অবসর ছিল সময়ের অপেক্ষা। 


অবসরের ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ভেসে গেছে শুভেচ্ছা ও আবেগঘন বার্তায়। ভক্তরা লিখছেন—“একজন যোদ্ধাকে হারাল ভারতীয় ক্রিকেট।”

Related Post

জনপ্রিয় পোস্ট