ঝড় তুলতে আসছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, রেলমন্ত্রীর বড় ঘোষণা!

user 13-Aug-2025 প্রযুক্তি

রেলমন্ত্রীর ঘোষণা ও টিজার
মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এক্স (X)–এ শেয়ার করেন ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের টিজার ভিডিয়ো। পোস্টে তিনি লেখেন—"India’s First Hydrogen Train! Coming Soon…". ঘোষণার পরই রেলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

প্রথম রুট ও ট্রেনের বৈশিষ্ট্য
প্রথম দফায় এই ট্রেন চালু হবে হরিয়ানার জিন্দ-সোনিপথ রুটে। কয়েক মাস আগে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-তে সফল পরীক্ষামূলক রান সম্পন্ন হয়েছে। ট্রেনটির শক্তি হবে ১২০০ হর্সপাওয়ার এবং এটি বিশ্বের অন্যতম শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন হিসেবে বিবেচিত হবে।

সরকারের বড় পরিকল্পনা
২০২৩ সালে রাজ্যসভায় রেলমন্ত্রী জানান, 'Hydrogen for Heritage' প্রকল্পের আওতায় ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। প্রতিটি ট্রেন তৈরিতে ব্যয় হবে প্রায় ৮০ কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নে প্রতিটি রুটে আরও ৭০ কোটি টাকা লাগবে। এই পরিষেবা মূলত পাহাড়ি ও ঐতিহ্যবাহী পর্যটন রুটে চালুর পরিকল্পনা রয়েছে।

ক্ষমতা ও যাত্রী পরিবহন সুবিধা
ভারতীয় রেলওয়ের দাবি—এই ট্রেন হবে বিশ্বের দীর্ঘতম ও শক্তিশালী হাইড্রোজেন যাত্রীবাহী ট্রেন, যা একসঙ্গে প্রায় ২,৬০০ যাত্রী বহন করতে পারবে। হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির মাধ্যমে ট্রেনটি চলবে, যা কোনও কার্বন নিঃসরণ করবে না—ফলে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।

পাইলট প্রকল্পের অগ্রগতি
প্রথমে একটি ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (DEMU) রেককে হাইড্রোজেন ফুয়েল সেল সিস্টেমে রূপান্তর করা হচ্ছে। প্রকল্প সফল হলে ধাপে ধাপে দেশের বিভিন্ন অংশে হাইড্রোজেন ট্রেন চালু করা হবে। এতে শুধু ডিজেল খরচ কমবে না, বরং পরিবেশ দূষণও অনেক হ্রাস পাবে।

পরিবেশবান্ধব রেল পরিষেবার পথে ভারত
ভারতীয় রেল ইতিমধ্যেই বিদ্যুতায়নের ক্ষেত্রে ১০০% লক্ষ্যমাত্রা অর্জনের পথে। হাইড্রোজেন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ রেল পরিষেবা চালুর লক্ষ্যে দেশ আরও এগিয়ে যাবে।

Related Post

জনপ্রিয় পোস্ট