K3G-এর মালভিকা রাজ থেকে শুরু করে KKHH-এর সনা সাঈদ-দেখে নিন আপনার প্রিয় চাইল্ড অ্যাক্টরদের চমকপ্রদ রূপান্তর।বলিউডের বহু ছবি আমাদের শৈশব-স্মৃতি হয়ে আছে। তারে জমিন পর-এর ঈশান, কভি খুশি কভি গম-এর ছোট্ট ‘পূ’ কিংবা কুছ কুছ হোতা হ্যায়-এর মিষ্টি অঞ্জলি-তাদের আজও ভোলা যায়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই পর্দার খুদে তারকারা বদলে গিয়েছেন অনেকটা। কেউ হয়েছেন গ্ল্যামারাস নায়িকা, কেউ আবার ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিয়োতে করছেন দাপট। চলুন দেখে নেওয়া যাক-
দর্শীল সাফারি (তারে জমিন পর)
‘ঈশান’-এর ভূমিকায় সারা দেশকে মুগ্ধ করেছিলেন দর্শীল। আজ তিনি স্টাইলিশ ও হ্যান্ডসাম যুবক। কাজ করছেন ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিয়োতে।
হংসিকা মোটওয়ানি (কোই… মিল গয়া)
হৃতিকের সঙ্গে ছোট্ট কিউট মেয়ে হিসেবে যাকে মনে আছে, সেই হংসিকা এখন দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা।
মালভিকা রাজ (K3G-এর ছোট্ট ‘পূ’)
কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এখন তিনি গ্ল্যামার জগতে প্রতিষ্ঠিত। সম্প্রতি ZEE5-এর Squad শোতে নজর কেড়েছেন।
সনা সাঈদ (কুছ কুছ হোতা হ্যায়-এর অঞ্জলি)
শাহরুখ–কাজল–রানির ছোট্ট অঞ্জলি আজ স্টাইলিশ অভিনেত্রী। অভিনয় করেছেন টিভি শো ও কিছু ছবিতেও।
সঞ্জনা সাঙঘি (রকস্টার-এর ম্যান্ডি)
‘রকস্টার’ থেকে ‘দিল বেচারা’—প্রতিভার ঝলক দেখিয়েছেন সঞ্জনা। বলিউডের নায়িকা হিসেবে শক্ত জায়গা তৈরি করছেন।
হর্ষালি মালহোত্রা (বজরঙ্গি ভাইজান-এর মুন্নি)
সালমান খানের কাঁধে বসা ছোট্ট ‘মুন্নি’ আজ বড় হয়ে আরও সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়।
অহসাস চন্না
শৈশবের কিউট মুখ আজ গ্ল্যামারাস ও প্রতিভাবান অভিনেত্রী। বিভিন্ন ওয়েব সিরিজে অসাধারণ অভিনয় করছেন।
একসময় যাদের শিশু-চরিত্রে দেখে মুগ্ধ হয়েছিল দর্শক, আজ তারা নিজেদের প্রতিভা, সৌন্দর্য আর স্টাইল দিয়ে বলিউড ও দর্শকের মনে নতুন জায়গা করে নিচ্ছেন।