7-Year-Old Boy Eve-Teases Woman in Housing Society: ৭ বছরের ছেলের ইভ-টিজিং! ‘ও লাল পরী’ বলে যুবতীকে কটূক্তি, সোসাইটিতে চাঞ্চল্য...

user 27-Aug-2025 স্বাস্থ্য

প্রথমে হতবাক হয়ে যান ওই মহিলা। এরপর দেখেন, সোসাইটির নিরাপত্তারক্ষী হাসছে! সন্দেহ হওয়ায় তিনি লক্ষ্য করেন, আবার পাশ কাটাতেই বাচ্চাটি চিৎকার করে ওঠে— ‘কোন হ্যায় তু, চলেগি ক্যায়া?’

যুবতী রাগ সামলাতে না পেরে ছেলেটিকে ধমক দেন। পরে নিরাপত্তারক্ষী বাচ্চাটিকে ক্ষমা চাইতে বলে। ছেলেটি কেবল ‘Sorry’ বলে দৌড়ে পালায়। কিন্তু এখানেই ক্ষোভ আরও বেড়ে যায় মহিলার, কারণ নিরাপত্তারক্ষীর দাবি— “ভালো পরিবারের ছেলে, মজা করেছে মাত্র!”

এই ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে— “৭ বছরের ছেলেও যদি ইভ-টিজিং শেখে, তবে দায়ী কে?”

Related Post

জনপ্রিয় পোস্ট