কৌশিকী অমাবস্যায় ভিড়েও নেই চিন্তা! তারাপীঠগামী ভক্তদের জন্য হাওড়া থেকে স্পেশাল ট্রেন...

user 22-Aug-2025 প্রযুক্তি


অগাস্টের শেষভাগ মানেই ভাদ্র মাসের শুরু। আর ভাদ্রের প্রথম অমাবস্যা হল কৌশিকী অমাবস্যা। এই শুভ তিথিতে তারাপীঠে (Tarapith Mandir) ভক্তদের ঢল নামে। প্রতিবছরই ট্রেনে ভিড় সামলাতে নাজেহাল হতে হয় যাত্রীদের। তবে এবছর পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক হতে চলেছে। কারণ, পূর্ব রেল এবার বিশেষ ট্রেন চালু করছে হাওড়া থেকে রামপুরহাট রুটে।

কবে চলবে স্পেশাল ট্রেন?
২২ আগস্ট (শুক্রবার), ২৩ আগস্ট (শনিবার) ও ২৪ আগস্ট (রবিবার) — এই তিনদিন হাওড়া থেকে রামপুরহাটগামী স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

হাওড়া-রামপুরহাট (০৩০০১): ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৯টা ৪৫ মিনিটে পৌঁছবে রামপুরহাট।
পথে থামবে: শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন ও সাঁইথিয়া।

রামপুরহাট-হাওড়া (০৩০০২): বেলা ১১টা ৩২ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে পৌঁছবে হাওড়া।
পথে থামবে: সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, গুসকরা, বর্ধমান, ব্যান্ডেল ও শেওড়াফুলি।


প্রতিটি ট্রেনে সাধারণ সেকেন্ড ক্লাস কোচ থাকবে, যাতে অধিক সংখ্যক ভক্ত সহজে যাতায়াত করতে পারেন।

অতিরিক্ত লোকাল ট্রেন
শুধু তাই নয়, দীর্ঘদিনের দাবি মেনে কাটোয়া-বর্ধমান শাখায়ও নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে ২৩ আগস্ট থেকে।

কাটোয়া–বর্ধমান EMU স্পেশাল: কাটোয়া থেকে দুপুর ১:৫০-এ ছাড়বে, পৌঁছবে ৩:১০-এ।

বর্ধমান–কাটোয়া EMU স্পেশাল: বর্ধমান থেকে বিকেল ৪টেয় ছাড়বে, পৌঁছবে ৫:২০-এ।
এতে রোজ যাতায়াত করা যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।

Related Post

জনপ্রিয় পোস্ট