আগামী সপ্তাহেই চালু হতে চলেছে ‘শ্রমশ্রী’ মোবাইল অ্যাপ ও পোর্টাল। শ্রমদপ্তরের পক্ষ থেকে শেষ পর্যায়ের কাজ চলছে বলে নবান্ন সূত্রে খবর। শ্রমশ্রীর সুবিধা কী কী?রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা এককালীন ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
এক বছর ধরে প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ ও কাজের ব্যবস্থা।
‘খাদ্যসাথী’ ও ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হবে।
ঋণ নিতে চাইলে সাহায্য করবে রাজ্য, বিভিন্ন কর্পোরেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা।
কীভাবে মিলবে সুবিধা?
বর্তমানে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে নাম নথিভুক্ত করা যাচ্ছে।
পোর্টাল চালু হলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে নাম।
রাজ্যজুড়ে চলছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির— সেখান থেকেও আবেদন করা যাবে।
ইতিমধ্যেই চালু হয়েছে হেল্পলাইন: ১৮০০১০৩০০০৯, যেখানে বহু শ্রমিক ফোন করছেন তথ্যের জন্য।
কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার প্রেক্ষিতেই রাজ্য এনেছে ‘কর্মশ্রী’ প্রকল্প। ইতিমধ্যেই ৭১ লক্ষ জবকার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে, তৈরি হয়েছে ৯১ কোটি শ্রমদিবস। খরচ হয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকা।