Kolkata Metro Alert: রবিবার টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো!

user 29-Aug-2025 কলকাতা

মেট্রো সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশনের প্ল্যাটফর্মের শেষে নতুন টার্ন আউট বা ওয়াই লাইন তৈরির কাজ চলবে। এই কারণেই রবিবার ওই অংশে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

গত কয়েক মাস ধরে কবি সুভাষ স্টেশনের নিচে মাটি বসে যাওয়ায় প্ল্যাটফর্মে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। কর্তৃপক্ষ পুরো প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাতায়াতের সময় প্রতিদিনই সমস্যা হচ্ছিল, এবার সেটিরই স্থায়ী সমাধান করা হচ্ছে।

রবিবার সকাল থেকে বিকেল ৪টে পর্যন্ত। মহানায়ক উত্তমকুমার–দক্ষিণেশ্বর: স্বাভাবিক পরিষেবা। মহানায়ক উত্তমকুমার–শহিদ ক্ষুদিরাম: পরিষেবা বন্ধ। 

রবিবার পিএসসির ‘মিসলেনিয়াস মেনস’ পরীক্ষা রয়েছে। অনেক পরীক্ষার্থী মেট্রোর উপর নির্ভর করেন। এই অবস্থায় দুশ্চিন্তা বাড়লেও, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে- 

সেদিন সকাল ৭টা থেকেই মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু থাকবে।

হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে সকাল ৮টা থেকেই মেট্রো চালু হবে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়।

Related Post

জনপ্রিয় পোস্ট