পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পরমাণু যুদ্ধের হুমকির জবাব দিল ভারত। মার্কিন সফরে গিয়ে মুনির বলেন, “আমরা যদি ডুবি, একা ডুবব না—অর্ধেক পৃথিবীকে নিয়েই ধ্বংস হব। মনে রাখবেন, আমরাও পরমাণু শক্তিধর রাষ্ট্র।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও নেতা বিলাবল ভুট্টোও সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে হুমকি দেন।
শুক্রবার, স্বাধীনতা দিবসের প্রাক্কালে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন—“লাগামহীন বিষোদগার করা হচ্ছে, যা পাকিস্তানের পুরনো কৌশল। নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতবিরোধী অবস্থান নিয়েছে তারা।”
রণধীর স্পষ্ট করে মনে করিয়ে দেন পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার জবাবে চালানো অপারেশন সিন্দুর-এর কথা—যা কার্যত ইসলামাবাদের নাকের ডগায় হয়েছিল। সেই সময়ে পাক সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছিল।
অপারেশন সিন্দুরের পর কিছুটা নরম মনোভাব দেখালেও মুনিরের মার্কিন সফরের পর ফের তীব্র ভারতবিরোধী অবস্থান নেয় পাকিস্তান। ভারতের হুঁশিয়ারি এবার কার্যত সেই প্রত্যাঘাতের স্মৃতি ফেরাল ইসলামাবাদকে।