মঙ্গলবার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তুললেন—‘কেন এত নেতা খুন হচ্ছেন?’
তিনি পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেন—এসপি, আইসি, ওসিরা নিজেদের এলাকার পরিস্থিতি দায়িত্ব নিয়ে দেখবেন, থানার ভূমিকা খতিয়ে দেখা হবে, আর আইবি যেন আগে থেকেই তথ্য দেয়।
প্রকল্পের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবং ২ অগস্ট থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর আগেই এর মাধ্যমে মানুষের সমস্যা সমাধান ও নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা।
বৈঠকে মুখ্যমন্ত্রী ভোটার তালিকার কাজেও সতর্ক থাকার নির্দেশ দেন। অসম থেকে নোটিস পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘ভয় পাবেন না, সরকার আপনাদের পাশে আছে।’ পাশাপাশি মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়েও প্রশাসনকে নজর রাখতে বলেন তিনি।