যারা ৭ আগস্ট ২০২৫ থেকে ৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত NTPC UG পরীক্ষায় বসবেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে হল টিকিট ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে হবে।
ডাউনলোডের নিয়ম-
rrbcdg.gov.in ওয়েবসাইটে যান।হোমপেজে “Admit Card” অপশনে ক্লিক করুন।
“RRB NTPC UG Admit Card 2025” লিঙ্ক খুঁজে বের করে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা কোড দিন।
“Submit” চাপুন।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট বের করুন।
গুরুত্বপূর্ণ তথ্য
বিজ্ঞপ্তি প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪আবেদন শুরুর তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ: ২৭ অক্টোবর ২০২৪ (রাত ১১:৫৯ পর্যন্ত)
ফি:
সাধারণ প্রার্থী: ₹500 (পরীক্ষায় বসলে ₹400 ফেরত)
SC/ST/মহিলা/ট্রান্সজেন্ডার/সংখ্যালঘু/EBC: ₹250 (পরীক্ষায় বসলে ফেরত)
বয়সসীমা (০১-০১-২০২৫ অনুযায়ী): ন্যূনতম ১৮ বছর, সর্বোচ্চ ৩৩ বছর (নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য)
যোগ্যতা: ১২শ শ্রেণি বা সমমান পাস; কিছু পদের জন্য কম্পিউটারে ইংরেজি/হিন্দিতে টাইপিং দক্ষতা দরকার।
শূন্যপদ সংখ্যা-
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক – ২০২২
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট – ৩৬১
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট – ৯৯০
ট্রেনস ক্লার্ক – ৭২
মোট – ৩৬৯৩
নির্বাচন প্রক্রিয়া-
কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT)
টাইপিং টেস্ট (যদি প্রয়োজন হয়)
ডকুমেন্ট যাচাই
মেডিকেল পরীক্ষা