বিহারের ভোটার তালিকা নিয়ে বিতর্কের মাঝে গুরুত্বপূর্ণ আশ্বাস দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে দাখিল করা নতুন হলফনামায় কমিশন জানিয়েছে—বিনা নোটিসে কোনও ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না।
কমিশনের দাবি, ভোটারের নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগও থাকবে। এভাবে ন্যায়বিচারের নীতি মেনে প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিহারে সম্প্রতি কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন উদ্যোগ প্রশ্নের মুখে পড়ে। বিরোধীরা অভিযোগ করে—বিধানসভা ভোটের আগে হঠাৎ এই সংশোধন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
প্রসঙ্গত, গত ১ আগস্ট কমিশন একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যায়। অভিযোগ ওঠে—এই বাদ দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলের হাতে দেওয়া হয়নি।
এই বিষয়ে বিরোধীরা মামলা করে সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে কমিশন জানায়—অভিযোগকারীরা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাই তাদের বড় অঙ্কের জরিমানা করা হোক।
তিন সদস্যের বেঞ্চ কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চায়। কমিশন তখন আশ্বাস দেয়, ভবিষ্যতে কোনও নাম বাদ দেওয়ার আগে যথাযথ নোটিস পাঠানো হবে।
এ বিষয়ে মামলার পরবর্তী শুনানি আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। আদালতের রায় এবং কমিশনের পদক্ষেপের দিকে এখন নজর গোটা বিহারের রাজনৈতিক মহলের।