Durga Puja 2025: প্যান্ডেল-থিম খোঁজা থেকে SOS— দুর্গাপুজোয় আসছে স্মার্ট ‘প্যানিক বাটন’ অ্যাপ!

user 13-Aug-2025 কর্মসংস্থান

পুজোর আগে চালু হচ্ছে একটি বিশেষ মোবাইল অ্যাপ, যা একসঙ্গে গাইড ও সেফটি টুল হিসেবে কাজ করবে।

অ্যাপের ফিচারগুলো:

প্যান্ডেল পরিক্রমা ম্যাপ: জিপিএস-সহ ইন্টারেক্টিভ ম্যাপে দক্ষিণ থেকে উত্তর কলকাতার সব জনপ্রিয় প্যান্ডেলের লোকেশন ও থিমের তথ্য।

লাইভ ভিড় আপডেট: কোন প্যান্ডেলে কেমন ভিড়— তা রিয়েল টাইমে জানা যাবে।

SOS বা প্যানিক বাটন: বিপদে এক ক্লিকে পুলিসের কাছে লোকেশন ও সাহায্যের বার্তা পাঠাবে।

জিও-ট্র্যাকিং সাপোর্ট: জরুরি পরিস্থিতিতে আপনার অবস্থান সিকিউরিটি টিমকে জানাবে।

স্বাস্থ্য সহায়তা: কাছাকাছি হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও ফার্স্ট-এইড সেন্টারের তথ্য।

বিদেশি পর্যটক সহায়তা: দূতাবাসের যোগাযোগ ও জরুরি সেবা তালিকা।

প্রাকৃতিক দুর্যোগ সতর্কতা: বৃষ্টি বা ঝড়ের আগাম খবর।

পর্যটন ও খাবার: কাছের হোটেল, রেস্তোরাঁ ও বিখ্যাত খাবারের দোকানের তথ্য।

এই অ্যাপ একদিকে বাইরে থেকে আসা পর্যটকদের জন্য হবে ‘ওয়ান-স্টপ গাইড’, অন্যদিকে কলকাতাবাসীদের সময় বাঁচাবে। আর প্যানিক বাটন ফিচার বিপদের সময় সত্যিই জীবন রক্ষা করতে পারে।

এবার দুর্গাপুজোয় ‘প্যান্ডেল থেকে প্যানিক বাটন’— সবই মিলবে এক অ্যাপে, প্রযুক্তির হাত ধরে উৎসব হবে আরও নিরাপদ ও আনন্দময়।

Related Post

জনপ্রিয় পোস্ট