Pakistan threatened nuclear attack: পাকিস্তান এর field Marshall আসীম মুনির "পরমাণু হামলার" হুমকি দিল আমেরিকা তে বসে!

user 11-Aug-2025 দুনিয়া

এ ঘটনা ঘটেছিল আগস্ট ১০, ২০২৫-এ, টাম্পা, ফ্লোরিডা—একটি ব্ল্যাক-টাই  ডিনার অনুষ্ঠানে, যা আয়োজন করেছিলেন ব্যবসায়ী ও তৎকালীন পাকিস্তানের সম্মানিত কনসাল আদনান আসাদ ।

ন্যূক্লিয়ার হুমকির বক্তব্য:

তিনি বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে আমরা আমাদের সাথে অর্ধেক বিশ্ব ধ্বংস করে দেব।” ।

এটা আমেরিকার মাটিতে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে এমন পারমাণবিক হুমকির প্রথম নথিবদ্ধ ঘটনা ।

ইন্দাস নদী নিয়ে হুমকি:
তিনি আরও বলেন, “আমরা ইন্দাস নদীর ওপর ভারতের বাঁধ নির্মাণের অপেক্ষা করব; যখন তা হবে, তখন আমরা ১০টি ক্ষেপণাস্ত্রে তাকে শেষ করে দেব।” ।
পাশাপাশি দাবি করেন, “ইন্দাস নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়” এবং “আমার হাতে ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই, আল‑হামদুলিল্লাহ” ।

এ ধরনের হুমকি আমেরিকার মাটিতে উচ্চ পর্যায়ের সামরিক প্রধানের পক্ষ থেকে অপ্রত্যাশিত এবং আন্তর্জাতিকভাবে বিরল একটি ঘটনা—এতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি আরও চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

Related Post

জনপ্রিয় পোস্ট