Independence Day 2025 Wishes: জয় হিন্দ! ৭৯তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে পাঠান এই অনুপ্রেরণামূলক বার্তা...

user 15-Aug-2025 দেশ

১৫ অগাস্ট-প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন শেষে ১৯৪৭ সালে এই দিনেই মিলেছিল আমাদের স্বাধীনতা। এ বছর ভারত উদযাপন করছে ৭৯তম স্বাধীনতা দিবস। জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে এই দিনটি এক গর্বের ও আবেগের প্রতীক।

প্রতি বছর যেমন, এবারও স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু হয়েছে কয়েক সপ্তাহ আগেই। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে স্কুল-কলেজ, অফিস, ও সোশ্যাল মিডিয়ায় দেশাত্মবোধের ঢেউ-সব জায়গায় ছড়িয়ে পড়ছে উদযাপনের রঙ।

আপনিও চাইলে এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে পারেন এই শুভেচ্ছাগুলো দিয়ে-

স্বাধীনতা দিবস ২০২৫ শুভেচ্ছা বার্তা-

“আমার সকল গর্বিত ভারতীয় ভাই-বোনদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।”

“স্বাধীনতা মানেই দায়িত্ব। চলুন, সেই দায়িত্বে হই সদা সচেতন। ভারতের স্বাধীনতা দিবসে রইল শুভ কামনা।”

“১৫ অগাস্ট দেশের শত শত বীরের রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। আসুন, সকলে এই বিশেষ দিনে তাঁদের শ্রদ্ধাঞ্জলী জানাই!”

“একতা, সৌহার্দ্য আর সাহসের প্রতীক আমাদের প্রিয় ভারত। ৭৯তম স্বাধীনতা দিবসে রইল অকৃত্রিম শুভেচ্ছা।”

“যাঁদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম, তাঁদের সকলকে জানাই প্রণাম! শুভ স্বাধীনতা দিবস ২০২৫!”

“বৈচিত্র্যের মাঝে ঐক্য-এই শক্তিই ভারতকে করেছে অনন্য। জয় হিন্দ!”

Related Post

জনপ্রিয় পোস্ট