Dev: দেবের প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী? উত্তরে সুপারস্টার কী বললেন!

user 15-Aug-2025 বিনোদন

ভানু থেকে রঘু! একদিকে বক্স অফিসে চলছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’র ঝড়, অন্যদিকে স্বাধীনতা দিবসের সকালেই প্রকাশ্যে এল দেবের পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ও এসভিএফ-দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবি নিয়ে ছিল অনেক সংশয়, তবে এবার সেই জল্পনার অবসান।

ঐতিহাসিক কাহিনি অবলম্বনে ‘রঘু ডাকাত’ তুলে ধরেছে এক বিদ্রোহীর গল্প-যিনি পরাধীন বাংলায় শোষণের বিরুদ্ধে হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক। টিজারে দেবকে দেখা গিয়েছে এক অদম্য, তেজস্বী চরিত্রে, যা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টিজার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'যখন ভানু হয়ে ওঠে রঘু, অসাধারণ'। উত্তরে দেবও ধন্যবাদ জানিয়েছেন তাঁর প্রিয় সহঅভিনেত্রীকে।

ছবিতে দেবের বিপরীতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, যিনি একই সঙ্গে ভয়ঙ্কর ও রহস্যময় প্রতিপক্ষ। এছাড়া রূপা গাঙ্গুলী, সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি এবং অ্যালেক্স ও’নেল-এর মতো শিল্পীরা গল্পে এনেছেন আলাদা মাত্রা।

রথীজিৎ ভট্টাচার্য ও নীলায়ন চট্টোপাধ্যায়ের সঙ্গীতে বিদ্রোহ ও আবেগের স্পন্দনকে বড় পর্দায় আরও উজ্জ্বল করে তুলতে চলেছে এই পিরিয়ড ড্রামা। ‘ধূমকেতু’র রেকর্ড ভাঙা সাফল্যের পর এবার দেব প্রস্তুত আরেকটি ম্যাগনাম ওপাস দিয়ে পুজো মাতাতে।

Related Post

জনপ্রিয় পোস্ট