জ্বালানির দাম ক্রমশ বাড়তে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে এল বড় স্বস্তির ঘোষণা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য প্রতি LPG সিলিন্ডারে ₹৩০০ ভর্তুকি এই অর্থবর্ষ জুড়েই চালু থাকবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তে দেশের প্রায় ১০.৩৩ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন।
সরকার জানিয়েছে, ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বছরে সর্বোচ্চ ৯টি সিলিন্ডারে এই সুবিধা মিলবে—যেখানে আগে ছিল ১২টি।
২০১৬ সালের মে মাসে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। লক্ষ্য ছিল—প্রান্তিক ও কম আয়ের মহিলাদের কাঠ বা কয়লার ধোঁয়ার ক্ষতি থেকে মুক্তি দেওয়া এবং তাঁদের জন্য পরিষ্কার জ্বালানি পৌঁছে দেওয়া। সেই সময় থেকেই গরিবি রেখার নীচে বসবাসকারী পরিবারগুলিকে দেওয়া হয় বিনামূল্যে গ্যাস সংযোগ।
এই ভর্তুকি দিতে সরকারের খরচ হবে প্রায় ₹১২,০০০ কোটি। অর্থনীতিবিদদের মতে, এই পদক্ষেপ গ্রামীণ পরিবারের আর্থিক চাপ কমাবে এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য হাতে বাড়তি টাকা রাখবে।
ধোঁয়াজনিত রোগ কমানো: কাঠ বা কয়লার ধোঁয়ায় রান্না করায় যেসব শ্বাসকষ্ট ও অ্যাজমা দেখা দিত, তা অনেকটাই কমেছে।
পরিষ্কার জ্বালানি ব্যবহারে পরিবেশ দূষণও কমবে।
সময় সাশ্রয়: LPG-তে রান্না দ্রুত হয়, ফলে মহিলাদের সময় বাঁচে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে—"জ্বালানির দাম বেড়েছে ঠিকই, কিন্তু প্রান্তিক মানুষের স্বস্তির জন্য এই ভর্তুকি চালিয়ে যাওয়া জরুরি।"
উজ্জ্বলা যোজনা কেবল রান্নাঘরের অর্থনৈতিক স্বস্তি নয়, বরং মহিলাদের স্বাস্থ্য, মর্যাদা ও পরিবেশের সুরক্ষায়ও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ₹৩০০ ভর্তুকি তাদের দৈনন্দিন জীবনে সরাসরি হাসি ফিরিয়ে দিচ্ছে।