Dolnad Trump Humiliated European Leaders: ইউরোপের নেতাদের সঙ্গে ট্রাম্পের এ কেমন আচরণ! নিন্দার ঝড় ইউরোপ জুড়ে...

user 22-Aug-2025 দেশ


ঘটনা কি! 
 ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সাথে নিষ্ফলা বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের ট্রাম্প আমেরিকার ওয়াশিংটন এ ডাকে বৈঠক করতে কিন্তু বৈঠক এর যে ছবি x Handel এ viral হয়েছে তাতে দেখা যাচ্ছে যেনো কোনো কোম্পানির মালিক তার কর্মচারীদের নিয়ে আলোচনা করছে! যা দেখে Daniel Fubert এর মতো আন্তর্জাতিক বিশেষজ্ঞরা রেগে আগুন। ছবি তে দেখা যাচ্ছে টেবিলের এক দিকে সুন্দর চেয়ার এ আরামে বসে আছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অপর দিকে বসে আছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোঁ  (Immanuel Macron) , ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইন স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ দের মতো নেতারা, যাদের দেখে মনে হচ্ছে তারা কোনো ভুল করেছেন তাই তাদের বস তাদের কে কিছু বলছেন। এই রকম ঘটনা ইতিহাসে খুব কম দেখা গেছে।

এই আলোচনা থেকে ঠিক হয় যে ইউরোপিয়ান ইউনিয়ন ৯০ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য করবে ইউক্রেন কে যা দিয়ে ইউক্রেন আমেরিকার অস্ত্র কিনবে। ইউরোপের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দের মতে এতে লাভবান হবে আমেরিকা। এই আলোচনা থেকে সমাধান সূত্র বের হয়নি। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনেস্কি  এর সঙ্গে ম্যাপ নিয়ে বিরোধ দেখা দিয়েছে ট্রাম্পের।

Related Post

জনপ্রিয় পোস্ট