Digha Jagannath Temple: দীঘায় ভক্তির ঢেউ! জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে জনসুনামি...

user 15-Aug-2025 রাজ্য

দীঘা এখন ভক্তির সাগরে ভাসছে। প্রথমবারের মতো জগন্নাথ মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উত্‍সব। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রথযাত্রার পর থেকেই মন্দিরে চলছে মহা-উৎসবের প্রস্তুতি। আলো, ফুল ও আলপনার সাজে সেজে উঠেছে মন্দির ও আশপাশের এলাকা।

শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে নানা আচার-অনুষ্ঠান-শ্রীবিগ্রহের বিশেষ স্নানযাত্রা, শঙ্খধ্বনি, কীর্তন, ভজন সন্ধ্যা ও গীতা পাঠ। মন্দির কমিটির কর্ণধার রাধারমণ দাস জানিয়েছেন, শনিবার ভোরে মহাবিষ্ণুর পূজা ও শ্রীকৃষ্ণ জন্মলীলার আবৃত্তি হবে, আর মধ্যরাতে মহামঙ্গল আরতির মাধ্যমে শেষ হবে মূল অনুষ্ঠান।

দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমাচ্ছেন দীঘায়। অনেকে রাতভর কীর্তন ও ভজনের আয়োজন করেছেন। প্রশাসন দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে—অতিরিক্ত পুলিশ মোতায়েন, পানীয় জলের স্টল ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে।

দীঘার পর্যটন দুনিয়ায় এই প্রথম জন্মাষ্টমী আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। ভক্তি ও আনন্দের এই মেলবন্ধন দেখতে আজ ভিড় উপচে পড়বে বলে আশা করছে মন্দির কর্তৃপক্ষ।

Related Post

জনপ্রিয় পোস্ট