Vidyasagar Setu: বিদ্যাসাগর সেতু বন্ধ ২৪ ঘণ্টা! শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত, বিকল্প রুট জানাল কলকাতা পুলিস...

user 15-Aug-2025 রাজ্য

আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। মেরামতি ও কোনা এক্সপ্রেসওয়েতে ‘এলিভেটেড করিডর’ তৈরির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে কোনও ভারী পণ্যবাহী গাড়ি সেতু দিয়ে চলাচল করতে পারবে না। কলকাতা পুলিস আগেভাগেই বিজ্ঞপ্তি জারি করে বিকল্প রুটের ঘোষণা করেছে।

বিকল্প রুট:

ছোট গাড়ি: হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত।

পণ্যবাহী গাড়ি: নিবেদিতা সেতু ও বিটি রোড, আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল, জিটি রোড দিয়ে যাতায়াত।

জিরাট আইল্যান্ড থেকে আসা গাড়ি: টার্ফ ভিউ -> হেস্টিংস ক্রসিং -> সেন্ট জর্জেস গেট রোড -> স্ট্র্যান্ড রোড -> হাওড়া ব্রিজ।

জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে: কেপি রোড -> ১১ ফারলং গেট -> হেস্টিংস ক্রসিং -> সেন্ট জর্জেস গেট রোড -> হাওড়া ব্রিজ।

খিদিরপুর থেকে: সিজিআর রোড -> হেস্টিংস ক্রসিং -> সেন্ট জর্জেস গেট রোড -> স্ট্র্যান্ড রোড -> হাওড়া ব্রিজ।

কেপি রোড হয়ে আসা গাড়ি: ওয়াই পয়েন্ট -> ১১ ফারলং গেট -> রেড রোড -> হাওড়া ব্রিজ।


হুগলি নদী ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে সেতুর কেবল ও বিয়ারিং মেরামতি, তদারকি এবং সাঁতরাগাছি বাস টার্মিনাসে স্টিলের সরঞ্জাম পরিবহণ হবে। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসুরক্ষা ও যান চলাচলের সুবিধার্থে এই রুট পরিবর্তন মেনে চলতে হবে।

Related Post

জনপ্রিয় পোস্ট