Jeetu-Ditipriya: সোশ্যাল মিডিয়ার ঝড় থেমে গেল! জীতু-দিতিপ্রিয়ার মনোমালিন্য মেটাল প্রোডাকশন হাউস...

user 10-Aug-2025 বিনোদন

টেলিভিশনের জনপ্রিয় জুটি জীতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের মনোমালিন্য নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া ও অনুরাগীদের আড্ডা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের এই দুই অভিনেতা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে পোস্ট করায় ফ্যানদের মধ্যে ছড়িয়েছিল বিভাজন। কেউ ভেবেছিলেন প্রচারের কৌশল, কেউ আবার সত্যিই শঙ্কিত ছিলেন প্রিয় জুটির ভবিষ্যৎ নিয়ে।

বিতর্কের সূত্রপাত একটি ছবি ঘিরে। সোমবার দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় সরাসরি জীতুর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনেন। পাল্টা জবাবে জীতুর দাবি, কিছু মানুষ দিতিপ্রিয়াকে তাঁর বিরুদ্ধে প্ররোচিত করছে। অভিনেতা একাধিক স্ক্রিনশট শেয়ার করে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দেন।

এদিকে শুক্রবার সকালে গুঞ্জন ওঠে, জীতু নাকি ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন, এমনকি অন্য অভিনেতার নামও ভেসে আসে। সেই জল্পনা বাড়িয়ে জীতু একটি পোস্টে লেখেন— "ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই। প্রোডিউসার ও চ্যানেলের প্রতি এবং সর্বোপরি দর্শকের প্রতি আমি দায়বদ্ধ। প্রোজেক্ট ছাড়ার একমাত্র কারণ ‘ব্রিচ অফ কন্ট্রাক্ট’, সেটাও হয়নি।”

অবশেষে, প্রোডাকশন হাউসের হস্তক্ষেপে গোপন বৈঠকে মিটে যায় দ্বন্দ্ব। দিতিপ্রিয়া পোস্ট করে জানান, “প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ-অভিনেতার সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নিয়েছি।”

দিতিপ্রিয়ার পোস্ট শেয়ার করে জীতু লেখেন— "আমার সহ-অভিনেত্রী ছোট, আজও স্নেহের পাত্রী। আমিও আর কিছু মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। আমি সেরা, আমরাই সেরা।”

তাঁদের এই পুনর্মিলন অনুরাগীদের মুখে ফের হাসি ফিরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন খুশির স্রোত—সবুজ সঙ্কেত মিলেছে প্রিয় ধারাবাহিক ও তার জনপ্রিয় জুটির জন্য।

Related Post

জনপ্রিয় পোস্ট