খালি হাতে কুমিরের সঙ্গে ৫ মিনিট যুদ্ধ! ছেলেকে বাঁচাতে মরণপণ লড়লেন মা...

user 22-Aug-2025 বিনোদন


উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ঢাকিয়া গ্রামের ঘটনা এখন সারা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। নালার ধারে খেলা করছিল ছোট্ট বীরু। আচমকাই কুমির এসে টেনে নিতে চাইছিল পাঁচ বছরের শিশুটিকে। মুহূর্তের মধ্যেই জীবনের সবচেয়ে বড় লড়াই শুরু করেন তার মা, ৪০ বছরের মায়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় পাঁচ মিনিট ধরে মরণপণ যুদ্ধ চলে এক মায়ের সঙ্গে ভয়ঙ্কর কুমিরের। শুরুতে খালি হাতেই আঁকড়ে ধরেন সন্তানের শরীর, পরে হাতে পাওয়া এক লোহার রড দিয়ে আঘাত করতে থাকেন হিংস্র সরীসৃপটিকে। অবশেষে হার মানে কুমির, মুক্তি পায় শিশু।

মায়া নিজেই বলেন, “কিছু না ভেবেই নালায় ঝাঁপ দিয়েছিলাম। ভাগ্যিস রডটা কাছে ছিল। যতক্ষণ কুমির ছেলেকে ছাড়েনি, ততক্ষণ আঘাত করেই গেছি।”

এই অদম্য সাহসকে স্যালুট জানিয়ে বাহরাইচের ডিএফও রাম সিং যাদব বলেন, “শিশুটি আহত হলেও এখন স্থিতিশীল। কুমিরটিকে ধরতে নালার সংযোগস্থলে জাল পাতা হয়েছে।”

Related Post

জনপ্রিয় পোস্ট