কলকাতাবাসীর জন্য বড় সুখবর - আগামী ২২ আগস্ট একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা হবে।
রেলবোর্ডের সূত্রে জানা গেছে, ওইদিন চালু হবে-
ইস্ট-ওয়েস্ট মেট্রো: এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশ
নিউ গড়িয়া- বিমানবন্দর মেট্রো: রুবি থেকে বেলেঘাটা অংশ
নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো।
মঙ্গলবার রেলবোর্ডের চেয়ারম্যান শহরে এসে হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল্যানেড-নোয়াপাড়া অংশের প্রস্তুতি খতিয়ে দেখেন। সবুজ সংকেত মিললেই একই দিনে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই তিনটি রুট।রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন অংশে থাকছে ৫টি স্টেশন - রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি সংলগ্ন) এবং বেলেঘাটা। নিউ গড়িয়া–রুবি অংশে রয়েছে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন।
দীর্ঘদিন ধরে রুবি–বেলেঘাটা রুট চালুর দাবি জানাচ্ছিল যাত্রীরা। প্রয়োজনীয় অনুমোদন আগেই মিলে গেলেও উদ্বোধনের তারিখ নিয়ে ছিল জল্পনা। এবার একসঙ্গে তিনটি রুট চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।
উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী দমদমে একটি মেগা জনসভায়ও অংশ নেবেন। চলতি বছরে এটাই তাঁর তৃতীয় বঙ্গ সফর।