নাগরিকত্ব ও পরিচয়পত্র নিয়ে যখন দেশজুড়ে তুমুল বিতর্ক, তখন ভোটার আইডি কার্ডে নিজের তথ্য আপডেট করা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই ভাবছেন— নাম, ঠিকানা বা জন্ম তারিখে যদি ভুল থাকে তবে কীভাবে সংশোধন করা যায়? নির্বাচন কমিশন এখন এই প্রক্রিয়াটিকে করেছে একেবারে সহজ ও ডিজিটাল।
চলুন দেখে নেওয়া যাক অনলাইনে ও অফলাইনে কীভাবে ভোটার কার্ড আপডেট করবেন—
অনলাইন প্রক্রিয়া (National Voters’ Service Portal – NVSP)
1. ভিজিট করুন 👉 NVSP ওয়েবসাইটে
2. লগইন করার পর বেছে নিন Form 8 – এটি ভোটার তালিকায় তথ্য সংশোধনের জন্য নির্দিষ্ট ফর্ম।
3. এখানে নাম, ঠিকানা, জন্ম তারিখ বা অন্য যেসব তথ্য বদলাতে চান তা লিখুন।
4. প্রয়োজনীয় নথি আপলোড করুন।ঠিকানা বদলাতে চাইলে: বিদ্যুৎ বিল, গ্যাস বিল, রেশন কার্ড ইত্যাদি।
নাম/ব্যক্তিগত তথ্য বদলাতে চাইলে: জন্মসনদ, পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র।
5. ফর্ম জমা দেওয়ার পর একটি রেফারেন্স আইডি পাবেন, যার সাহায্যে আবেদনটির অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।Form 8 সংগ্রহ করুন— আপনার এলাকার নির্বাচন অফিস বা বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছ থেকে।
হাতে ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় সংশোধনের তথ্য লিখুন।
নথির ফটোকপি (ঠিকানার প্রমাণ, পরিচয়পত্র ইত্যাদি) সংযুক্ত করুন।
পূরণ করা ফর্ম ও নথি জমা দিন BLO বা নির্বাচন অফিসে।এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাচাই করা হবে। প্রয়োজনে ফিল্ড ভেরিফিকেশনও হতে পারে। যাচাই শেষ হলে নতুন ভোটার কার্ড সংগ্রহ করা যাবে।