একা একাই দেখুন এই ৭টি হরর সিনেমা, সবাই মিলে বসে দেখলে অস্বস্তি হবেই।
হরর সিনেমা মানেই ভূত-প্রেত, অন্ধকার আর আতঙ্ক। কিন্তু বলিউডের কিছু সিনেমা আছে যেখানে ভয়ঙ্কর দৃশ্যের সঙ্গে মিলেমিশে আছে রোমান্স আর বোল্ডনেস। দর্শকরা যেমন শিউরে ওঠেন ভয়ের দৃশ্যে, তেমনি হট সিনে চোখ ফেরাতে পারেন না। তাই এগুলো একা একাই দেখা ভালো!
রাগিনী এমএমএস (২০১১)
সত্য ঘটনার ওপর তৈরি এই ছবিতে ভয় আর বোল্ডনেস দুটোই একসঙ্গে। রাজকুমার রাও আর কায়নাতের সাহসী অভিনয় তখনই দর্শকদের চমকে দিয়েছিল।
কোথায় দেখবেন: প্রাইম ভিডিয়োঅ্যালোন (২০১৫)
বিপাশা বসু আর করণ সিং গ্রোভারকে একসঙ্গে এই ছবিতে দেখা গেছে। ভূতুড়ে বাংলো, ভয়ের সাসপেন্স আর তাদের মধ্যে ইন্টিমেট দৃশ্য- সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা।
কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম ভিডিয়োরাগিনী এমএমএস ২ (২০১৪)
সানি লিওনের উপস্থিতি ছবিকে আরও বোল্ড করে তুলেছে। হরর, হট সিন আর রোমান্সের মিশেলে এই ছবি দর্শকদের তুমুল সাড়া জাগায়।
কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম ভিডিয়ো১৯২০ (২০০৮)
বিক্রম ভট্টের পরিচালনায় ভৌতিক প্রাসাদ, ভয়ঙ্কর আত্মা আর রোমান্টিক জুটি অদা শর্মা-রজনীশ দুগ্গলের বোল্ড কেমিস্ট্রি- সব একসঙ্গে পাওয়া যায় এই ছবিতে।
কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম ভিডিয়োভিরানা (১৯৮৮)
আশির দশকের কাল্ট হরর। জেসমিনের ভূতুড়ে চরিত্র আর সাহসী সিনে দর্শকরা আজও শিহরিত। এই ছবির পর নায়িকা হঠাৎ করে গায়েব হয়ে যান।
কোথায় দেখবেন: ইউটিউব (ফ্রি)রাজ (২০০২)
বিপাশা বসুর এই ছবিতে ভয় আর রোমান্সের নিখুঁত মিশ্রণ। তবে সাবধান- সবার সামনে দেখলে অস্বস্তি হতে পারে!
কোথায় দেখবেন: ডিভিডি/ওটিটি৩জি (২০১৩)
এক অভিশপ্ত মোবাইল ফোন ঘিরে তৈরি এই গল্পে নীল নিতিন মুকেশ আর সোনাল চৌহানের বোল্ড সিন দর্শকদের তাক লাগিয়ে দেয়।
কোথায় দেখবেন: ইউটিউব (ফ্রি)তাই যদি মনে করেন আপনার সাহস বেশ ভালো, তবে একা বসেই দেখে ফেলুন এই ছবিগুলো। কারণ এখানে ভয়ও আছে, আবার হটনেসও ভরপুর!