সোশ্যাল মিডিয়ার এই যুগে হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন যোগাযোগের অঙ্গ। বন্ধু, পরিবার, অফিস—সব কথাবার্তা জমা হয় এখানেই। কিন্তু ভাবছেন চ্যাটগুলো শতভাগ নিরাপদ? বাস্তব কিন্তু অন্য কথা বলছে।
অনেকেই সম্প্রতি লক্ষ্য করেছেন, তাদের মেসেজ খুলবার আগেই ‘রিড’ দেখাচ্ছে, বা হোয়াটসঅ্যাপে কথা বলার সময় অদ্ভুত ইকো বা বিরক্তিকর শব্দ শোনা যাচ্ছে। সন্দেহটা এখান থেকেই—কেউ কি আড়ি পাতছে?
হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও, স্পাইওয়্যার ঢুকে গেলে আপনার চ্যাট, কল, এমনকি ছবি—সবকিছুই চলে যেতে পারে অন্য কারও হাতে। তাই সচেতন হওয়াই সবচেয়ে বড় নিরাপত্তা।
৬টি লক্ষণ যা বলছে, আপনার হোয়াটসঅ্যাপ নজরবন্দি:
মেসেজ রিড হলেও আপনি দেখেননি — মানে অন্য কেউ আপনার চ্যাট খুলছে।
হঠাৎ ফোন গরম হয়ে যাওয়া — ব্যাটারি দ্রুত শেষ হওয়া, ইঙ্গিত স্পাইওয়্যার চলছে।
WhatsApp Web-এ অচেনা ডিভাইস — সেটিংসে গিয়ে দেখে নিন লিঙ্কড ডিভাইস লিস্ট।
চ্যাটে অচেনা নম্বর থেকে লিঙ্ক — ক্লিক করলেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা।
কথা বলার সময় ইকো বা অদ্ভুত শব্দ — কল কেউ ইন্টারসেপ্ট করছে।
অ্যাপ বা ফোন অস্বাভাবিকভাবে স্লো হয়ে যাওয়া — ব্যাকগ্রাউন্ডে ডেটা চুরি হচ্ছে।
হ্যাক হওয়া থেকে বাঁচার উপায়:
টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন: সেটিংস > অ্যাকাউন্ট > টু-স্টেপ ভেরিফিকেশন > Enable।
অচেনা ডিভাইস লগ-আউট করুন: সেটিংস > লিঙ্কড ডিভাইস > Log out from all devices।
সিম বদলে ফেলুন যদি সিম ক্লোনের সন্দেহ হয়।
লোকেশন শেয়ারিং বন্ধ করুন: সেটিংস > প্রাইভেসি > লোকেশন।
সবসময় অ্যাপ ও ফোন আপডেট রাখুন যাতে সিকিউরিটি প্যাচ ইনস্টল হয়।
অ্যান্টিভাইরাস ব্যবহার করুন: Bitdefender, Norton বা Malwarebytes দিয়ে স্ক্যান করুন।
হোয়াটসঅ্যাপ আমাদের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় ডায়েরি। তাই এখানে গোপনীয়তা মানে শুধু নিরাপত্তা নয়, বরং ব্যক্তিত্ব রক্ষা। কয়েকটি ছোট পদক্ষেপেই আপনি আপনার চ্যাটকে অনাহূত চোখ থেকে বাঁচাতে পারেন।