Independence Day Parade: রেড রোডে অসুস্থ ৪০ পড়ুয়া, হাসপাতালে গিয়ে খবর নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

user 15-Aug-2025 রাজ্য

স্বাধীনতা দিবসের রেড রোড প্যারেডে ঘটে গেল উদ্বেগজনক ঘটনা। অনুষ্ঠানের মাঝেই গরম ও ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে পড়লেন ৪০ জন পড়ুয়া-এর মধ্যে ২৫ জন মেয়ে ও ১৫ জন ছেলে। সঙ্গে সঙ্গে তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থদের খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক পড়ুয়ার সঙ্গে আলাদা করে কথা বলেন ও শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

মমতা জানান, 'গরম ও বৃষ্টির কারণে ডিহাইড্রেশনের মতো পরিস্থিতি হয়েছিল। অনেকেই খায় না, ডায়েটিং করে-সব মিলিয়েই এই সমস্যা। এখন সবাই ভালো আছে, লাঞ্চের পর ছেড়ে দেওয়া হবে।'

হাসপাতাল সূত্রে খবর, সকলের প্রাথমিক চিকিৎসা হয়ে গিয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখার পর শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। অসুস্থদের মধ্যে মালদা, শাখাওয়াত, ভবানীপুর, আলিপুরদুয়ারের পড়ুয়ারাও রয়েছেন। চিকিৎসকদের পূর্ণ টিম ও শিক্ষকরা তাদের সঙ্গে আছেন।

Related Post

জনপ্রিয় পোস্ট