‘টেলি চক্কর’-এর রিপোর্ট অনুযায়ী, হিমাংশী শুধু যে সেনা শহীদর স্ত্রী তাই নয়, তিনি জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদবের কলেজমেটও। সূত্রের দাবি, ‘বিগ বস’-এর নির্মাতারা এমন মুখ শো-তে আনতে চাইছেন, যাদের জীবনের গল্প দর্শকের মনে দাগ কাটবে। সেই কারণেই হিমাংশীকে নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলায় নৌবাহিনীর কর্নেল বিনয় নারওয়াল শহীদ হন। নবদম্পতি তখন হানিমুনে ছিলেন। ঘটনার পর স্বামীর পাশেই শোকস্তব্ধ অবস্থায় বসে থাকা হিমাংশীর ছবি ভাইরাল হয়, যা দেশজুড়ে আবেগের স্রোত বইয়ে দিয়েছিল।
পরে এলভিস যাদব সোশ্যাল মিডিয়ায় জানান, হিমাংশী তাঁর কলেজমেট ছিলেন। তিনি লেখেন—"২০১৮ সালে কলেজ শেষ করার পর আর কথা হয়নি। গুরুগ্রাম ও দিল্লি ছিল আমাদের শহর। আমরা একসঙ্গে মজা করতাম, মেট্রো স্টেশনে যেতাম। কিন্তু এমন সময়ে ফোন করে কথা বলা সম্ভব নয়।"
এবার ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তালিকায় শোনা যাচ্ছে শৈলেশ লোঢা, গুরুচরণ সিং, মুনমুন দত্ত, লতা সাবারওয়াল, ফয়সাল শেখ (মিস্টার ফয়সু), জান্নাত জুবায়ের, পুরভ ঝা, অপূর্ব মুখীজাসহ আরও বহু তারকার নাম। তবে কে কে শেষ পর্যন্ত বিগ বসের ঘরে প্রবেশ করবেন, তা জানা যাবে শোয়ের প্রথম দিনেই।
যদি হিমাংশী আসেন, তাহলে তিনি হবেন এই সিজনের সবচেয়ে আলোচিত মুখ—একজন শহীদ সেনা অফিসারের স্ত্রী থেকে রিয়েলিটি শো প্রতিযোগীর যাত্রা যে অনন্য গল্প বয়ে আনবে, তা নিশ্চিত।