বায়ু সেনা প্রধান আরো বলেন যে পাকিস্তানের ভিতরে 300 কিলোমিটার দূরে তাদের একটা AWE&C বিমান কে ধ্বংস করা হয়েছে যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দূরত্বের মাটি থেকে আকাশে ধ্বংস। এটি পাকিস্তানি বায়ুসেনার strategic ক্ষতি। এছাড়াও ভোলারি (bholari ) এবং jacocabad airbase এ ভারতীয় সেনার আক্রমণের সময়ে সেখানেই পাকিস্তানি বায়ু সেনার একটি c130 এবং একটি AWACS ধ্বংস হয় যা video এবং satellite images এও দেখা যাচ্ছে। সেই hangar এ f16 যুদ্ধ বিমান ও ছিলো ।
তিনি বলেন এই অপারেশন এর সফলতা এর পিছনে রয়েছে রাজনৈতিক ইচ্ছা। সরকার সেনা কে দায়িত্ব দিয়েছিলো সম্পূর্ণ ভাবে। বায়ু সেনার আক্রমণ ছিল নিখুঁত এবং মাপা। বায়ু সেনার যা অর্জন করার তা করেছে। পাকিস্তানি বায়ু সেনার জবাব দেওয়ার মতো অবস্থায় ছিলোনা তার ফলে মে 10 তারিখে বাধ্য হয় যুদ্ধ বিরতির জন্য ভারত কে রাজি করাতে।