সুপ্রিম কোর্টে (Supreme Court) আলোচিত POCSO আইনের ‘সম্মতির বয়স’ (age of consent) কমানোর মামলায় কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট প্রতিবাদ জানানো হয়েছে। বর্তমানে ১৮ বছর হিসেবে নির্ধারিত যৌন সম্মতির বয়স কমিয়ে ১৬ করার আর্জির বিরুদ্ধে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বললেন, ১৮ বছরের নিচে যৌন সম্মতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কেন্দ্রের (Central Government) যুক্তি অনুযায়ী, ১৮ বছরের নিচে নাবালিকা বা নাবালকের মানসিক ও সামাজিক পরিপক্কতা থাকে না। এই বয়সের নিচে যৌন সম্পর্কের সম্মতি দিলে শিশুরা সহজেই মানসিক ও শারীরিক শোষণের শিকার হতে পারে। এছাড়া, আইনের অপব্যবহার ও পাচারের ঝুঁকিও বেড়ে যাবে।
এস.জি. আরও বলেন, “সম্মতির বয়স কমালে পাচারকারীরা তাদের অপরাধকে বৈধ বলে প্রমাণ করার চেষ্টা করবে। বিশেষ করে ১৬ থেকে ১৮ বছর বয়সী মেয়েরা এখনও পরিপক্ক না হওয়ায় প্রাপ্তবয়স্কদের দ্বারা প্রভাবিত হয়ে ভুল পথে যেতে পারে।”
এই মামলায় প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং ১৬ বছর বয়সে যৌন সম্মতির দাবি তুললেও, কেন্দ্র বলছে এটি শিশু সুরক্ষার পরিপন্থী। পকসো আইন মূলত শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা করতে তৈরি, তাই সম্মতির বয়স কমানো আইনটির কাঠামো দুর্বল করবে।
কেন্দ্রের পক্ষ থেকে একটি হলফনামা পেশ করে বলা হয়েছে, ব্যক্তিগত ক্ষেত্রে আদালত প্রয়োজন অনুসারে ছাড় দিতে পারে, তবে আইনে সাধারণ ছাড় রাখা উচিত নয়।
এদিকে, এই বিতর্কের মধ্যে সুপ্রিম কোর্ট শুনানি চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সম্মতির বয়স নিয়ে দেশের বৃহত্তর শিশুসুরক্ষার স্বার্থেই কঠোর সিদ্ধান্ত আসার প্রত্যাশা করা হচ্ছে।