WB SSC Exam 2025: শূন্যপদ ৩৫,৭২৬, অ্যাডমিট কার্ড প্রকাশ, জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন...

user 17-Aug-2025 কর্মসংস্থান

কলকাতা: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) দ্বিতীয় State Level Selection Test (SLST) 2025-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের এই পরীক্ষার জন্য প্রার্থীরা এখন নিজেদের অ্যাডমিট কার্ড কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com থেকে ডাউনলোড করতে পারবেন।

এই পরীক্ষার মাধ্যমে মোট ৩৫,৭২৬ জন শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে নবম ও দশম শ্রেণিতে ২৩,২১২ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ১২,৫১৪ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়

নবম-দশম শ্রেণির পরীক্ষা: ৭ সেপ্টেম্বর ২০২৫

একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা: ১৪ সেপ্টেম্বর ২০২৫

উভয় পরীক্ষাই হবে অফলাইনে, সময় দুপুর ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া-

১. প্রথমে যান westbengalssc.com-এ।
২. ক্লিক করুন - “Provisional Admit Cards for 2nd SLST (AT)(IX–X and XI–XII), 2025.”
৩. এবার প্রার্থীর আইডি, মোবাইল নম্বর এবং ইউজার আইডি প্রবেশ করান।
৪. ‘Login’ এ ক্লিক করুন।
৫. স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে।
৬. সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিন।

গুরুত্বপূর্ণ নির্দেশিকা

পরীক্ষার হলে প্রবেশের সময় প্রার্থীর কাছে অ্যাডমিট কার্ড এবং বৈধ পরিচয়পত্র (আধার/ভোটার/প্যান কার্ড) থাকতে হবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটরসহ কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।

শূন্যপদ

নবম-দশম শ্রেণি: ২৩,২১২ পদ

একাদশ-দ্বাদশ শ্রেণি: ১২,৫১৪ পদ

মোট শূন্যপদ: ৩৫,৭২৬

রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নিয়ে নানা অনিশ্চয়তা ছিল। তবে এবারের বিশাল শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় হাজার হাজার প্রার্থী আশাবাদী হয়ে উঠেছেন। অনেকের মতে, এই পরীক্ষা যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তবে চাকরির বাজারে বড় পরিবর্তন আসতে পারে এবং বহু পরিবার আর্থিক সুরক্ষা পাবে।
 

Related Post

জনপ্রিয় পোস্ট