Saltlake Accident: সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা! গাড়ি-বাইক ধাক্কায় দাউদাউ আগুন, প্রাণ গেল ডেলিভারি বয়ের.

user 14-Aug-2025 কলকাতা

পুলিশ সূত্রে জানা গেছে, কেষ্টপুরের দিক থেকে একটি গাড়ি সল্টলেকের দিকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি ল্যাম্পপোস্টে। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। গাড়ির যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিন্তু ভাগ্য এতটা সহায় হয়নি পাশ দিয়ে যাওয়া এক ডেলিভারি বয়ের। তিনি বাইক চালিয়ে ল্যাম্পপোস্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। গাড়ির ধাক্কায় ল্যাম্পপোস্টে পিষে যান এবং মুহূর্তের মধ্যে আগুনে ঘেরাও হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর তিনি পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর প্যান্ট রেলিংয়ে আটকে যায়। আগুনের তাপে মুহূর্তেই দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সল্টলেক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে। গাড়িটি সম্পূর্ণ পুড়ে খাক হয়ে গেছে, বাইকটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির অতিরিক্ত গতি এবং চালকের নিয়ন্ত্রণ হারানোই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ।

পুলিশ ইতিমধ্যেই গাড়ির চালক এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গাড়ি চলাচল করে, তাই দ্রুত ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা।Saltlake Accident video link

Related Post

জনপ্রিয় পোস্ট