RG Kar কাণ্ডের বর্ষপূর্তিতে ফের উত্তপ্ত শহর রাজনীতি। অভয়া মঞ্চের ‘কালীঘাট চলো’ কর্মসূচিকে ঘিরে চরম সতর্কতা কলকাতা পুলিসের। এর মধ্যেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল— “আইন অমান্য করলে পুলিস যথাযথ ব্যবস্থা নেবে।”
শনিবার, ৯ আগস্ট — ঠিক এক বছর আগে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার বর্ষপূর্তিতে কলকাতা ও সংলগ্ন চার জেলা থেকে জমায়েতের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। পরিকল্পনা অনুযায়ী, হাজরা মোড়ে জমায়েত হয়ে মিছিল যাবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে।
তবে এই কর্মসূচির জন্য পুলিশের তরফে কোনও অনুমতি মেলেনি। উল্টে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড ও হাজরা রোডের ব্যবসায়ী সংগঠনের আপত্তিতে হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “আইন অমান্য হলে ব্যবস্থা নেবে পুলিশ। কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”
অন্যদিকে, একই দিনে ডাক পড়েছে আর এক ‘নবান্ন অভিযান’-এরও। তবে, কারা এই অভিযানের আয়োজক— তা এখনও স্পষ্ট নয়। বিচারপতি সুজয় পাল এই প্রসঙ্গে বলেন, “প্রতিবাদ করা নাগরিকের মৌলিক অধিকার। তবে সরকারি সম্পত্তি বা পুলিশের ওপর আঘাত চলবে না। বিকল্প জায়গা দিলে আয়োজকদের মেনে নিতে হবে।”
কলকাতা পুলিস ইতিমধ্যেই বাড়িয়েছে নিরাপত্তা। কালীঘাট, হাজরা, ও নবান্ন চত্বরে মোতায়েন বিশেষ বাহিনী। নজরে সোশ্যাল মিডিয়া।