Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: ছোটপর্দায় স্মৃতির কমব্যাক! ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি ২’ ঝড় তুললো টিআরপি তালিকায়...

user 10-Aug-2025 বিনোদন

১৭ বছর পর ছোটপর্দায় ফিরে স্মৃতি ইরানি (Smriti Irani) তৈরি করলেন নতুন ইতিহাস! একতা কাপুরের জনপ্রিয় মেগা সিরিয়ালের দ্বিতীয় সিজন ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি ২’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2) মাত্র প্রথম পর্বেই মন জয় করল ১৫.৪ মিলিয়ন দর্শকের।

২৫ জুলাই শুরু হওয়া এই শো সর্বশেষ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ টিআরপি (২.৫) নিয়ে শীর্ষে উঠে এসেছে। এই রেটিং এতটাই বিপুল যে, টিভি জগতে ‘অনুপমা’ এবং ‘তারক মেহতা কা উলটা চশমা’-র মতো জনপ্রিয় ধারাবাহিককেও ছাপিয়ে গেলো।

ডিজিটাল প্ল্যাটফর্মেও ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি ২’ ব্যাপক সাড়া ফেলেছে, প্রথম সপ্তাহে জিওহটস্টার এবং স্টার প্লাস মিলিয়ে ১.৬৫৯ বিলিয়ন মিনিট দেখা হয়েছে। সামাজিক মাধ্যমেও নেটিজেনদের ৮৬% ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এই মেগা সিরিয়াল।

স্মৃতি ইরানি তুলসী বিরানী চরিত্রে ফিরে এসে দর্শকদের মাঝে নস্টালজিয়া ছড়াচ্ছেন। তার সঙ্গে মিহিরের ভূমিকায় অমর উপাধ্যায় এবং শক্তি আনন্দ, ঋতু শেঠ, হিতেন তেজওয়ানি সহ অন্যান্য পরিচিত অভিনেতারা থাকায় শোটি যেন পুরনো দিনের স্মৃতির পুনরুজ্জীবন।

Related Post

জনপ্রিয় পোস্ট