কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরত প্রতিবন্ধী কর্মীদের জন্য বড় সুখবর দিল অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির প্রতিবন্ধী কর্মচারীরা এখন থেকে স্বাভাবিক হারের দ্বিগুণ যাতায়াত ভাতা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগ সম্প্রতি একটি অফিসিয়াল মেমোরান্ডাম (OM) জারি করে জানিয়েছে—‘রাইটস অফ পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস (RPwD) অ্যাক্ট, ২০১৬’-এর অধীনে স্বীকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হবে।
কারা পাবেন দ্বিগুণ ভাতা?
DEPwD দ্বারা স্বীকৃত নিম্নলিখিত প্রতিবন্ধকতা থাকা কেন্দ্রীয় কর্মচারীরা শর্তসাপেক্ষে এই দ্বিগুণ ভাতা পাবেন—১) লোকোমোটর ডিসঅ্যাবিলিটি (এর মধ্যে কুষ্ঠরোগ থেকে সেরে ওঠা, সেরিব্রাল পালসি, বামনত্ব, মাসকুলার ডিসট্রফি, অ্যাসিড হামলার শিকার)
২) দৃষ্টিহীনতা ও স্বল্প দৃষ্টি
৩) বধিরতা ও শ্রবণ সমস্যা
৪) কথা ও ভাষার অক্ষমতা
৫) বৌদ্ধিক অক্ষমতা (শিক্ষণ অক্ষমতা, অটিজম)
৬) মানসিক অসুস্থতা
৭) দীর্ঘস্থায়ী স্নায়ুরোগ (যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, পারকিনসন্স)
৮) রক্তের রোগজনিত অক্ষমতা (হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল রোগ)
৯) একাধিক প্রতিবন্ধকতা, যার মধ্যে বধির-দৃষ্টিহীনতা অন্তর্ভুক্ত
১০) এছাড়া মেরুদণ্ডের বিকৃতি ও আঘাত-ও লোকোমোটর ডিসঅ্যাবিলিটির অন্তর্ভুক্ত হবে।
বর্তমান হারের দ্বিগুণ-
২০১৭ সালের ৭ জুলাইয়ের অফিসিয়াল মেমোরান্ডাম অনুযায়ী বর্তমানে যাতায়াত ভাতার হার—পে লেভেল ৯ বা তার উপরে:
বড় শহরে: ₹৭,২০০ + ডিএ
অন্যান্য শহরে: ₹৩,৬০০ + ডিএ
পে লেভেল ৩–৮ (এবং লেভেল ১–২ যারা ₹২৪,২০০ বা বেশি পান):
বড় শহরে: ₹৩,৬০০ + ডিএ
অন্যান্য শহরে: ₹১,৮০০ + ডিএ
পে লেভেল ১–২:
বড় শহরে: ₹১,৩৫০ + ডিএ
অন্যান্য শহরে: ₹৯০০ + ডিএ
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য প্রতিবন্ধী কর্মচারীরা এই হার দ্বিগুণ হারে পাবেন।
কবে থেকে কার্যকর?
এই নির্দেশ অর্থমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে জারি হয়েছে এবং পূর্বের ১৫ সেপ্টেম্বর ২০২২-এর নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।সরকারি মহলে মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তে কেন্দ্রীয় দপ্তরে কর্মরত হাজার হাজার প্রতিবন্ধী কর্মী আর্থিকভাবে স্বস্তি পাবেন।