আগামী ১১ আগস্ট, সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে IDBI Bank-এর কর্মচারী ও অফিসার সংগঠনগুলি। এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA)। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে প্রায় সবক’টি প্রধান ব্যাঙ্ক কর্মী সংগঠন।
AIBEA-র সর্বভারতীয় সভাপতি রাজেন নাগরের অভিযোগ, কেন্দ্রীয় সরকার আইডিবিআই ব্যাঙ্ককে বেসরকারিকরণের পথে নিয়ে যেতে চাইছে। বর্তমানে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৪৫.৪৮% মালিকানা সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে এবং ৪৯.২৪% মালিকানা রয়েছে সরকারি সংস্থা ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) কাছে। অর্থাৎ, মোট ৯৪% এর বেশি শেয়ার সরকারের নিয়ন্ত্রণে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের মালিকানা কমিয়ে ১৫.২৪% এবং LIC-এর শেয়ার কমিয়ে ১৮.৭৬% করা হবে। ফলে বেসরকারি হাতে চলে যাবে ৬৬% মালিকানা। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির অভিযোগ, এই পদক্ষেপ মূলত কোনও বিদেশি সংস্থার হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার প্রস্তুতি।
রাজেন নাগর জানিয়েছেন—"আইডিবিআই ব্যাঙ্ক এখনো একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বেসরকারিকরণের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ হ্রাস করলে কর্মসংস্থান, গ্রাহক সেবা এবং আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। আমরা সার্বিকভাবে এর প্রতিবাদ করব এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে নামব।"
ধর্মঘটের দিনে দেশজুড়ে আইডিবিআই ব্যাঙ্কের শাখাগুলিতে স্বাভাবিক ব্যাংকিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।