অসমে আধার কার্ড ইস্যু নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোমবার ঘোষণা করলেন, “আরও এক বছর প্রাপ্তবয়স্কদের নতুন করে আধার কার্ড দেওয়া হবে না।”
তবে এই নিয়মে ব্যতিক্রম রয়েছে-তফসিলি জাতি, জনজাতি ও চা-বাগান শ্রমিকরা আগের মতো আধার কার্ড পাবেন।
এই সিদ্ধান্ত কার্যকর হবে সেপ্টেম্বর থেকে। মুখ্যমন্ত্রী জানান, যাঁরা এখনও আধার পাননি তাঁরা সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। সেই সময়সীমা পেরিয়ে গেলে শুধুমাত্র জেলা প্রশাসকের অনুমোদনেই আধার কার্ড ইস্যু সম্ভব হবে, তবে তার আগে বাধ্যতামূলকভাবে স্পেশাল ব্রাঞ্চ ও ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট যাচাই করতে হবে।
কেন এই সিদ্ধান্ত?
হিমন্ত বিশ্বশর্মার দাবি, অসমে অবৈধ বিদেশি, বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, আধার কার্ড ব্যবহার করে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করছেন।
সেই ফাঁকফোকর বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে পড়া বিদেশিদের ফেরত পাঠানো হলেও, আধার কার্ডকে হাতিয়ার করে অনেকে নাগরিকত্ব দাবি করেন।
এমন সময়ে এই সিদ্ধান্ত কার্যকর হলো, যখন বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে, আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ড দেখানো যাবে। অসম সরকারের উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত তাই জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।