East Bengal: ডুরান্ডে গোলের বন্যা! বায়ুসেনাকে ৬-১ -এ উড়িয়ে ডার্বির মশাল জ্বালাল ইস্টবেঙ্গল...

user 10-Aug-2025 খেলা

ডুরান্ড কাপে জয়যাত্রা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল(East Bengal)। প্রথম দুই ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ ও নামধারী এফসি-কে ১-০ হারিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল অস্কার ব্রুজ়োর ছেলেরা। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ লিগের শেষ ম্যাচে ‘বায়ুসেনা’ ইন্ডিয়ান এয়ারফোর্সের মুখোমুখি হয়ে লাল-হলুদ বাহিনী ছয়-ছক্কা হাঁকাল। ফল ৬-১।

শুরু থেকেই ইস্টবেঙ্গলের পরিকল্পনা ছিল একটাই—গোলের ঝড় তোলা। মাত্র সাত মিনিটেই এডমন্ডের ক্রস থেকে হামিদের গোলে এগিয়ে যায় দল। ২৫ মিনিটে বিপিন সিং এক দুরন্ত সোলো রানে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ৩৬ মিনিটে আমন খানের গোলে কিছুটা লড়াইয়ে ফেরে এয়ারফোর্স, তবে ইস্টবেঙ্গলকে আটকানোর শক্তি ছিল না প্রতিপক্ষের।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে লাল-হলুদ। ৬৪ মিনিটে আনোয়ারের হেডে তৃতীয় গোল। এরপর মাঠে নামার মিনিট দুয়েকের মধ্যেই রশিদের ৩০ গজ দূরের বুলেট শটে চতুর্থ গোল পায় দল। ৮৫ মিনিটে ক্রেসপো ও সংযুক্ত সময়ে ডেভিড গোল করে স্কোরলাইন ৬-১-এ থামান। আসলে এদিন ডিফেন্সে কিছু ভুল না হলে ব্যবধান আরও বড় হতে পারত।

গ্যালারিতে এদিনও ছিল আবেগ আর নাটকীয়তার মিশেল। সমর্থকরা তুলে ধরেন এক টিফো— “পাকিস্তানের ১১ এয়ারবেস, ৯ জঙ্গি ঘাঁটি— ভারতীয় বায়ুসেনা ভয়ংকর”—যার মাধ্যমে প্রতিপক্ষকে সম্মান জানাল লাল-হলুদ ব্রিগেড।

এবার চোখ ডার্বিতে। শোনা যাচ্ছে, ১৭ আগস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যদিও সরকারি সূচি এখনও প্রকাশিত হয়নি, তবুও সমর্থকদের মনে এখনই মহারণের উত্তাপ। তিন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও ডার্বিতে চ্যালেঞ্জ হবে বহুগুণ। কারণ, মোহনবাগানও দুরন্ত ফর্মে আছে।

ইস্টবেঙ্গলের এই গোলবন্যা শুধু জয়ের রেকর্ড নয়, বরং আগামীর লড়াইয়ের আগাম বার্তা— মশালবাহিনী প্রস্তুত, এবার ডার্বির আগুন জ্বলতে শুরু করেছে।

Related Post

জনপ্রিয় পোস্ট