জন্মাষ্টমী
ভগবান শ্রীকৃষ্ণ-ভক্তদের কাছে প্রেম, ন্যায় ও করুণার প্রতীক। কিন্তু জানেন কি, কেন তাঁর জন্মোৎসব জন্মাষ্টমী সবসময় গভীর রাতে পালিত হয়? এর পেছনে রয়েছে চমকপ্রদ পৌরাণিক কাহিনি, যা শুধু ভক্তির নয়, অন্ধকার জয় করে আলোর পথ দেখানোর বার্তাও বহন করে।