বলিউড গায়ক অরিজিৎ সিং-এর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগ ঘিরে নয়া মোড়। শান্তিনিকেতন থানায় অভিযুক্ত দেহরক্ষীরা অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চেয়ে নেন। পুলিসের মধ্যস্থতায় আপাতত বিষয়টি মিটমাট হলেও তদন্ত প্রক্রিয়া এখনও চালু রয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার থানায় আলোচনার সময় অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন এবং আশ্বাস দেন ভবিষ্যতে এরকম কোনও ঘটনা আর ঘটবে না। পাশাপাশি, অরিজিৎ সিংয়ের শুটিং টিমের পক্ষ থেকেও জানানো হয়-শুটিং চলাকালীন সাধারণ মানুষকে বিরক্ত করা হবে না। পুলিস সূত্রে খবর, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
কয়েকদিন আগেই শান্তিনিকেতনের তালতোর এলাকায় অরিজিৎ সিংয়ের শুটিং চলছিল। সেই সময় ওই এলাকায় এসে পড়েন সুভাষপল্লীর বাসিন্দা ও সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা। তাঁর অভিযোগ, অরিজিতের দেহরক্ষীরা তাঁকে প্রথমে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু দশ মিনিটেরও বেশি সময় কেটে যাওয়ার পরও তাঁকে যেতে দেওয়া হয়নি।
এরপর কমলাকান্ত লাহা যখন যেতে চেষ্টা করেন, তখন দেহরক্ষীরা তাঁর বাইকের চাবি কেড়ে নেন। শুধু তাই নয়, তাঁকে ধাক্কাধাক্কি করে চ্যাংদোলা করে সরিয়ে দেন। ওই ধস্তাধস্তির মধ্যেই তাঁর আঙুল থেকে একটি সোনার আংটি হারিয়ে যায়। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
শনিবার থানায় মীমাংসার পর কমলাকান্ত বলেন, 'আজ দু'পক্ষের মীমাংসা হল। আমার উদ্দেশ্য ছিল, আমজনতার ভোগান্তি যাতে না হয়। এজন্যই অভিযোগ জানিয়েছিলাম। অনেকেই আমাকে খারাপ বলছেন, একজন বিশিষ্ট মানুষের নাম জড়াতে হয়েছে। কিন্তু আমি বাধ্য হয়ে তা করেছি। আমার আংটি হারিয়ে গিয়েছে, তবে সমস্যা মিটে যাওয়ায় আমি শান্ত।'
পুলিস সূত্রে খবর, আপাতত ঘটনাটি নিয়ে নতুন করে কোনও উত্তেজনা নেই। তবে তদন্ত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু রয়েছে। যদি ভবিষ্যতে আরও তথ্য উঠে আসে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।