ডুরান্ড কাপে গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে উঠল মোহনবাগান সুপার জায়েন্ট। যুবভারতীতে শনিবার ১০ জনের ডায়মন্ড হারবার এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন। ম্যাচের আগে শক্ত লড়াইয়ের পূর্বাভাস থাকলেও, হোসে মোলিনার ছেলেদের গোলবন্যা সেই জল্পনা উড়িয়ে দেয়।
খেলা শুরুর পর প্রথম ১৪ মিনিট হাই-প্রেসিং ফুটবলে বাগানকে আটকে রাখে ডায়মন্ড হারবার। তবে ১৯ মিনিটে সাহাল আবদুল সামাদের নো-লুক পাস থেকে অনিরুদ্ধ থাপার দুরন্ত কার্ল শটে লিড নেয় মোহনবাগান। ছ’ মিনিট পরেই সমতা ফেরায় লুকা মায়েসেন। কিন্তু ৩৫ মিনিটে জেমি ম্যাকলারেন বক্সের ভিড় এড়িয়ে গোল করে আবার এগিয়ে দেন দলকে।
বিরতির পর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ম্যাচের মোড় ঘুরে যায়। লিস্টন কোলাসোকে বক্সের মধ্যে ফাউল করে লাল কার্ড দেখেন নরেশ সিং। পেনাল্টি থেকে কোলাসো ৩-১ করেন। ৬৪ মিনিটে সাহালের গোল (কোলাসো-কামিংস লিঙ্কআপ থেকে) ব্যবধান বাড়ায়। শেষ দিকে ৮০ মিনিটে জেসন কামিংসের গোলে ‘ফাইভস্টার’ পূর্ণ হয়।
মোহনবাগানের এই জয়ের বিশেষত্ব—চোট ও কার্ড সমস্যায় শুভাশিস, মনবীর, আলবার্তো, কিয়ান, সুহেল ও দীপেন্দুকে ছাড়াই নেমেছিল দল। তবু দুরন্ত পারফরম্যান্সে নকআউট নিশ্চিত করে দিল তারা।
অন্যদিকে, ডুরান্ডে অভিষেক করা ডায়মন্ড হারবার প্রথম ম্যাচে মহামেডানকে ২-১ ও দ্বিতীয় ম্যাচে বিএসএফকে ৮-১ গোলে হারিয়ে উজ্জ্বল শুরু করেছিল। তৃতীয় ম্যাচে কিবু ভিকুনার ছেলেরা তাল হারালেও, নকআউটে ওঠার সম্ভাবনা এখনও জিইয়ে রয়েছে।
শেষ বাঁশি বাজার পর মোহনবাগান সমর্থকদের মুখে একটাই স্লোগান—“আমরাই চ্যাম্পিয়ন!”