টুইটার (যা বর্তমানে X নামে পরিচিত) থেকে বরখাস্ত হওয়ার পর নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল (Parag Agrawal)। এবার তিনি নিজের কোম্পানি নিয়ে নেমে পড়েছেন এআই-এর (Artificial Intelligence) ভবিষ্যৎ বদলাতে। তাঁর নতুন উদ্যোগের নাম Parallel Web Systems Inc., যার লক্ষ্য মূলত এআই প্ল্যাটফর্মগুলিকে বিপুল আকারের অনলাইন গবেষণা ও ডেটা বিশ্লেষণে সহায়তা করা।