একা একাই দেখুন এই ৭টি হরর সিনেমা, সবাই মিলে বসে দেখলে অস্বস্তি হবেই।
হরর সিনেমা মানেই ভূত-প্রেত, অন্ধকার আর আতঙ্ক। কিন্তু বলিউডের কিছু সিনেমা আছে যেখানে ভয়ঙ্কর দৃশ্যের সঙ্গে মিলেমিশে আছে রোমান্স আর বোল্ডনেস। দর্শকরা যেমন শিউরে ওঠেন ভয়ের দৃশ্যে, তেমনি হট সিনে চোখ ফেরাতে পারেন না। তাই এগুলো একা একাই দেখা ভালো!